রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

স্টোকসের বিশ্বরেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ১০:৩৩ এএম

স্টোকসের বিশ্বরেকর্ড

ছবি- সংগৃহীত

ইংল্যান্ড এবং ভারতের মধ্যেকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিন শেষে সিরিজের ভবিষ্যৎ প্রায় নির্ধারিত। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে বেন স্টোকসের ইংল্যান্ড এবং সিরিজে টিকে থাকার লড়াইয়ে ভারতের মধ্যকার এই ম্যাচে স্টোকস একাই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন। অন্যদিকে, ভারতীয় বোলাররা এই দিনে চরম হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে জাসপ্রিত বুমরাহ'র জন্য এটি তার ক্যারিয়ারের প্রথম এবং তিক্ত অভিজ্ঞতা।

 ওল্ড ট্র্যাফোর্ডে চলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। সিরিজের ফলাফল নির্ধারণী এই ম্যাচে বেন স্টোকস একাই ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিয়েছেন। একদিকে যখন তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ড জয়ের পথে, অন্যদিকে ভারতীয় বোলাররা পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে, জাসপ্রিত বুমরাহ তার ৯১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০'র বেশি রান দিয়েছেন। তবে এর মধ্যে কিছু মধুর মুহূর্তও আছে বুমরাহ'র জন্য।






ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট ও বল হাতে একাই দ্যুতি ছড়িয়েছেন বেন স্টোকস। ইনিংসের মাঝপথে বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন। এরপর ব্যাট হাতে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে পাহাড়সম স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান। এই পারফরম্যান্সের সুবাদে তিনি টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান এবং ২০০ উইকেটের মালিক হলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস। স্টোকসের বর্তমান রান ৭০২৩ এবং উইকেট ২২৯টি। এই রেকর্ডের মাধ্যমে তিনি অলরাউন্ডারদের কিংবদন্তি কাতারে নাম লেখালেন।

এছাড়াও, একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করার কীর্তি নিয়ে তিনি পঞ্চম অধিনায়ক হিসেবেও রেকর্ড গড়লেন। এর আগে এমন কীর্তি ছিল ইমরান খান (১৯৮৩), ডেনিস অ্যাটকিনসন, গ্যারি সোবার্স এবং মুশতাক আহমেদের।

বেন স্টোকসের রেকর্ডের দিনে জাসপ্রিত বুমরাহ'র জন্য দিনটি ছিল মিশ্র অভিজ্ঞতার। তার ৯১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবার কোনো ইনিংসে ১০০'র বেশি রান দিয়েছেন। ৩৩ ওভারে ১১২ রান দিয়ে তিনি ২ উইকেট শিকার করেন। এর আগে তার সর্বোচ্চ রান খরচ ছিল ৯৯। তবে এই বাজে দিনের মাঝেও কিছু মধুর মুহূর্ত পেয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ ৫১ উইকেট (এখন পর্যন্ত) শিকার করে তিনি ইশান্ত শর্মার পাশে বসলেন। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বুমরাহ’র সামনে। এছাড়া অস্ট্রেলিয়াতেও টেস্টে তার ৬৪ উইকেট রয়েছে, যা কোনো ভারতীয় বোলারের দেশের বাইরে নির্দিষ্ট প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ।

ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের চার বোলারই ১০০-এর বেশি রান দিয়েছেন। টেস্ট ক্রিকেটে ভারতের জন্য এটি ২৫তম ঘটনা, কিন্তু গত এক দশকে এটি প্রথমবার। এর আগে ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরেও এমন অভিজ্ঞতা হয়েছিল। ইংল্যান্ডের পাহাড়সম রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারালেও শুভমান গিল ও লোকেশ রাহুল এর ব্যাটে ভর করে দিনের বাকিটা সময় নিরাপদে শেষ করে ভারত। লোকেশ রাহুল ৮৭ এবং গিল ৭৮ রানে অপরাজিত আছেন।