মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৫, ১১:২২ এএম

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া

ছবি- সংগৃহীত

নারী ফুটবল বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে, এবং কোপা আমেরিকা ফেমেনিনা তার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলো বরাবরই উত্তেজনাপূর্ণ হয়। লিওনেল মেসির দেশের মেয়েরা, আর্জেন্টিনা, যখন ফাইনালের স্বপ্ন দেখছিল, তখন তাদের স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার কাছে। এই জয় কলম্বিয়ার জন্য শুধু ফাইনালের পথই খুলে দিল না, অলিম্পিকের টিকিটও নিশ্চিত করল।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ-প্রতি আক্রমণ—কোনো বিভাগেই কলম্বিয়ার সঙ্গে পেরে ওঠেনি আর্জেন্টিনা। তবে মেয়েদের কোপা আমেরিকার সেমিফাইনালে চোখে চোখ রেখে লড়েছে আলবিসেলেস্তে মেয়েরা। আক্রমণ ঠেকিয়েছে, তিনটি শট গোলেও রেখেছে। শেষটা যদিও লিওনেল মেসির দেশের মেয়েদের পক্ষে আসেনি।

মঙ্গলবার সকালে ইকুয়েডরের মাঠে কান্না করেই থামতে হয়েছে আর্জেন্টাইন মেয়েদের। গোলশূন্য লড়াইয়ের পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৪-৫ ব্যবধানে জিতে কলম্বিয়া নিশ্চিত করেছে ফাইনাল। একই সঙ্গে কেটেছে অলিম্পিকের টিকিট, যা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল।

পেনাল্টি শুটআউটে কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথরিন তাইপে আর্জেন্টাইন পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন। যদিও কলম্বিয়ান তারকা মারিয়া রামিরেজের শট বারে লেগে ফিরে আসলে কিছুটা উত্তেজনা বাড়ে। তবে শেষ পর্যন্ত কলম্বিয়া আর ভুল করেনি। ষষ্ঠ শটে ওয়েন্ডি বোনল্লিয়া কলম্বিয়াকে এগিয়ে দেওয়ার পর ভুল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার এলিয়ানা স্টাবিলি। তাতেই ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে কলম্বিয়া।

আগের আসরেও ট্রফির মঞ্চে উঠেছিল কলম্বিয়ানরা। তবে সেবার শিরোপা জিততে পারেনি। এবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ট্রফির স্বাদ নিয়েই থামতে চায় কলম্বিয়া। সেমির স্টার তাপিয়ার কণ্ঠেও ঝরেছে উচ্ছ্বাস, “আমরা এখন ফাইনালে। লস অ্যাঞ্জেলসের অলিম্পিকেও নাম উঠিয়েছি। আমাদের লক্ষ্যও ছিল এটা। ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।”

দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। এই টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা। এনিয়ে চতুর্থবার ফাইনালে উঠল কলম্বিয়া। আগের তিনবারই তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল।

আগস্টের ৩ তারিখে ইকুয়েডরের কুইটোতে বসবে শিরোপা ভাগাভাগির ম্যাচ।