শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাকসুর ফল না নিয়ে যাব না’, সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৫১ পিএম

জাকসুর ফল না নিয়ে যাব না’, সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার দাবিতে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ভোট গণনার কাজ চলার সময়ই একাধিক প্যানেল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চারটি প্যানেল—সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল—বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে পুনরায় নির্বাচনের দাবি জানায়। তাদের এই দাবির সঙ্গে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও একাত্মতা প্রকাশ করেন। এর আগে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তবে সাধারণ শিক্ষার্থীরা এই বর্জনের সিদ্ধান্তকে মেনে নিতে রাজি নন। তারা বলেন, “আমরা জাকসুর ফল না নিয়ে যাব না।” সিনেট ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, যারা ভোট বর্জন করেছে, সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু যে প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন, তাদের ভোটগুলো যেন অবমূল্যায়িত না হয়। তাদের যুক্তি, কিছু প্যানেলের অসন্তুষ্টির কারণে সবার আশা-আকাঙ্ক্ষা নষ্ট হতে পারে না।

শিক্ষার্থীরা আরও বলেন, যেসব প্যানেল ভোট বর্জন করেছে, তারা কারচুপির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তারা আশা করছেন, পরবর্তীতে প্যানেলগুলো তাদের বর্জনের কারণ বিস্তারিত জানাবে। এ বিষয়ে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট কেনার অভিযোগ এনেছিলেন, যা পরে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম খণ্ডন করে বলেন, ব্যালট ও ওএমআর মেশিন বিএনপির মালিকানাধীন একটি প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। শিক্ষার্থীদের মতে, এসব অভিযোগ অদ্ভুত এবং ভোটের ফলাফলকে প্রভাবিত করা উচিত নয়।

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা তাদের ভোট ও তার ফলাফলকে মূল্যহীন হতে দেবেন না।