সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ড্রাগন চাষে সফল দিনাজপুরের গ্রাম বাংলা এগ্রো ফার্ম: সফল কৃষকের গল্প

মোঃ জাহিদ হাসান

আগস্ট ২৮, ২০২৪, ১২:০০ এএম

ড্রাগন চাষে সফল দিনাজপুরের গ্রাম বাংলা এগ্রো ফার্ম: সফল কৃষকের গল্প
ড্রাগন বিদেশি ফল হলেও দিন দিন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ড্রাগন ফল আমাদের শরীর সুস্থ রাখতে সহায়তা করে। ড্রাগন ফল খাওয়ার ফলে অনেক রোগের ঝুঁকি কমে। ড্রাগন ফল যে সকল রোগের ঝুঁকি কমায় 
সে রোগ গুলো হল :
• হৃদযন্ত্র ভালো রাখে
• ওজন কমাতে সাহায্য করে
• ক্যান্সারের ঝুঁকি কমায়
• ডায়াবেটিস প্রতিরোধে  সহায়ক ইত্যাদি।
সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে প্রায় ৩ একর জমিতে ড্রাগন চাষ করে সফলতার আশা দেখছেন চাষীরা। 
বর্তমানে ড্রাগন ফল বাগান থেকে উত্তোলনের মৌসুম চলছে। এরমধ্যে প্রায় অর্ধ লাখ টাকার মতো ফল বিক্রি করেছেন ফার্মের চাষী। গতবছরের তুলনায় এবছর ফলন বেশি হয়েছে বলে তারা জানান। গ্রাম বাংলা এগ্রো ফার্মে কর্মরত একজন জানান,



সমন্বিতভাবে ড্রাগন ফলের পাশাপাশি মালটারও চাষ করেছেন তারা। ফার্ম কর্তৃপক্ষ জানান গতবছরে প্রায় দুই লক্ষ টাকার ফল বিক্রি করেছেন তবে এবছর তার দ্বিগুণ বিক্রি হবে বলে আশা রাখছেন। 
ফার্মের ম্যানেজার এসএমএ হাসানুর রাব্বি জানান,