শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জামায়াত নেতা মুজিবুরের মতে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর আইন প্রয়োজন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:১৩ পিএম

জামায়াত নেতা মুজিবুরের মতে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর আইন প্রয়োজন

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ প্রদত্ত আইন প্রয়োজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "সুবিধার জন্য মানুষ নিজের মতো আইন তৈরি করে, যেমনটি আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে। হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে।" তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকার জন্য অসংখ্য মানুষকে খুন ও গুম করা হয়েছে, এবং নিজেদের স্বার্থে আইন তৈরি ও বাতিল করা হয়েছে। এ কারণেই তিনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর আইনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে সেই নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার মতে, রাসূল (সা.)-এর রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের জন্য অনুসরণীয় এবং তিনিই ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপকার। এই নীতি অনুসরণ করেই যেকোনো জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ডা. মাওলানা কেরামত আলী। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ আরও অনেকে।