শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোয় মামলা, গ্রেপ্তার অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৭ এএম

টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোয় মামলা, গ্রেপ্তার অভিযান

ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর টোল প্লাজায় এক সিকিউরিটি গার্ডকে প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি দেশের বিভিন্ন স্থানে সড়ক নিরাপত্তা ও টোল প্লাজার কর্মীদের সুরক্ষার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম (৫৫) বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় এই মামলাটি করেন। মামলায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামের মিনহাজউদ্দিন মিনহাজ (২৮) নামে এক যুবককে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

 বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, গত রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে টোল প্লাজায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম একটি মোটরসাইকেলকে নিয়ম মেনে সিরিয়ালে দাঁড়াতে বলেন। এতে মোটরসাইকেলের দুই আরোহী ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়।

এরপর একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিনহাজউদ্দিন তার দলবল নিয়ে টোল প্লাজায় ফিরে আসেন। তারা টোল প্লাজার সামনে রাখা লোহার পাইপ দিয়ে সিকিউরিটি গার্ডকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। এ সময় টোল প্লাজার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। আহত আব্দুল হাসেমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম কালবেলাকে বলেন, "ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।"

এই ধরনের ঘটনা দেশের টোল প্লাজা ও অন্যান্য সরকারি স্থাপনার কর্মীদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।