মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮ সদস্যের কমিটি, বিজ্ঞপ্তি আসছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৭:২০ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮ সদস্যের কমিটি, বিজ্ঞপ্তি আসছে

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (৩১ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)। এছাড়া, কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা রয়েছেন।

নতুন নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী, ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৭ শতাংশ কোটা হিসেবে থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ পদ নির্ধারিত হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই পদগুলোও মেধাতালিকা থেকে পূরণ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না।