সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

চবির শিক্ষক হতে যাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৪৪ এএম

চবির শিক্ষক হতে যাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

ছবি- সংগৃহীত

মাদকাসক্তি সমাজের একটি বড় সমস্যা, যা শিক্ষাঙ্গনেও প্রভাব ফেলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে এখন অনেক বিশ্ববিদ্যালয়ই মাদক পরীক্ষার ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্প্রতি শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্যায়ে দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ এসেছে, যা শিক্ষাঙ্গনে মাদকের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনীত দুই প্রার্থীর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। এই দুই প্রার্থী হলেন গোলাম রাব্বানী এবং ড. ইমরুল আসাদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবু তৈয়ব জানান, গত ৪ আগস্ট এই দুই প্রার্থীর ডোপ টেস্ট করা হলে তাদের নমুনায় গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য লিখিত, প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব ধাপ সফলভাবে অতিক্রম করার পর চূড়ান্ত পর্যায়ে তাদের ডোপ টেস্ট করানো হয়, যেখানে এই ফল আসে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এই বিষয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী— যে কারও নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, আমরা তাদের কোনোভাবেই নিয়োগ দেবো না।"

এই ঘটনা আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রতিরোধের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।