মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দীর্ঘ লাইনে ভোটার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:২৭ এএম

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দীর্ঘ লাইনে ভোটার

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। শীর্ষ পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

  • সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

  • সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সকাল সাড়ে সাতটার দিকে সাংবাদিকদের সামনে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সিলগালা করা হয়। একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে। এবারের নির্বাচনে ব্যালটের আকারও বড় করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে থাকবেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।