সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:১৩ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর হত্যাকাণ্ডই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে। তিনি এই ঘটনাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের 'বালাকোটের রণাঙ্গন'-এর সঙ্গে তুলনা করেছেন।
দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, শাপলা চত্বর থেকে তারা পালিয়ে আসেননি, বরং শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনীর গুলিবর্ষণের মুখে সেখানে থাকা সম্ভব ছিল না।
তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বে এমন কলঙ্কের দাগ লেগেছে যা শত-সহস্র বছরেও মুছবে না। তার মতে, ২০১৩ সালের আন্দোলনই ২০২৪ সালের জুলাই বিপ্লবকে সফল করেছে।
মামুনুল হক শাপলা চত্বরকে 'চেতনার বাতিঘর' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ৫ ও ৬ মে-এর ঘটনা তাদের জন্য নতুন এক 'বালাকোট' তৈরি করেছে।
তিনি আরও জানান, ২০১৩ সালে নিহত শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করা তাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ বহু লাশ গুম করা হয়েছে এবং অনেকে নিরাপত্তার কারণে পরিচয় গোপন করেছেন।
তবে তিনি 'শহীদনামা' নামে একটি গ্রন্থ প্রকাশের কথা উল্লেখ করেন যেখানে নিশ্চিত হওয়া শহীদদের তথ্য রয়েছে। তিনি বলেন, তাদের অনুসন্ধান এখনো চলছে।