সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:২৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ভোটারদের দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা বাদ দিয়ে বিবেক দিয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, "নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম!
সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।"
তিনি আরও বলেন, যোগ্যতা বলতে শুধু সিজিপিএ বা একাডেমিক দক্ষতা নয়, বরং এমন একজন নেতাকে বেছে নিতে হবে যিনি ভবিষ্যতে সব পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে আপসহীন থাকবেন এবং সাহস নিয়ে কথা বলবেন।
সারজিস আলম তার পোস্টে বলেন, ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া এবং দাবি আদায় করে বাস্তবায়ন করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
তিনি ভোটারদের মনে করিয়ে দেন, ডাকসুতে নিজেদের বিবেক দিয়ে যে প্রার্থীকে ভোট দেবেন, আগামীর বাংলাদেশেও ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করতে পারবেন।