মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‍‍`ইলেকশন ইঞ্জিনিয়ারিং‍‍`-এর অভিযোগ কাদেরের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫৫ পিএম

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‍‍`ইলেকশন ইঞ্জিনিয়ারিং‍‍`-এর অভিযোগ কাদেরের

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর অভিযোগ তুলেছেন বাগছাস মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ আনেন।

আব্দুল কাদের বলেন, "আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি-জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির-ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।"

কাদেরের এই অভিযোগের সঙ্গে তার অনুসারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। তার এক অনুসারী লিখেছেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। শিক্ষকরা যদি এমন কাজ করে থাকেন, তাহলে সেটা ন্যক্কারজনক। এমন প্রবণতা বন্ধ হওয়া উচিত।" তিনি আরও বলেন, শিক্ষকদের উচিত নয় কাউকে একচেটিয়া সুবিধা দিয়ে এগিয়ে রাখা এবং প্রতিযোগিতার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এই অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।