মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

জনগণের ওপর আস্থা রাখতে বললেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৩ এএম

জনগণের ওপর আস্থা রাখতে বললেন তারেক রহমান

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সেসব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠন করতে সক্ষম হলে কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করব, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।’ তিনি ঘোষণা পুনর্ব্যক্ত করেন যে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

সম্মেলনে অন্যান্য নেতাদের বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে।’ তিনি বলেন, ‘ফ্যাসিস্ট-ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সব রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।’ মির্জা ফখরুল আরও বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন করা হবে এবং বিএনপি গণতান্ত্রিক নতুন পথ দেখাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন হলে তারেক রহমানের দল জয়লাভ করবে। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’ তিনি বলেন, ‘শেখ পরিবারেরা হলো ব্র্যান্ডের চোর, ডাকাত, খুনি আর লুটেরা। শেখ মুজিব নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান।’

সম্মেলনে মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পয়গাম আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। প্রায় আট বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো।