মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নেপালে মন্ত্রীদের বাসভবনে হামলা, কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫২ পিএম

নেপালে মন্ত্রীদের বাসভবনে হামলা, কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ

ছবি - সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির তরুণ প্রজন্ম, যারা 'জেন-জি' নামে পরিচিত। তারা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ললিতপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনেও পাথর নিক্ষেপ করা হয়েছে। এছাড়া, সদ্য পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর ছুঁড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়ির দিকেও তারা এগিয়ে গিয়েছিল, তবে হামলার আগেই তাদের থামিয়ে দেওয়া হয়। প্রধান বিরোধী দলীয় নেতা পুষ্পকমল দাহালের বাসভবনেও পাথর নিক্ষেপ করা হয়।

এই বিক্ষোভ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞার কারণে শুরু হয়েছিল। যদিও সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তবুও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এই আন্দোলন এখন পুরোপুরি সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।