বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

হিজাব স্লোগান বিতর্কের ব্যাখ্যা দিলেন ডাকসুর জিএস ফরহাদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:০৮ পিএম

হিজাব স্লোগান বিতর্কের ব্যাখ্যা দিলেন ডাকসুর জিএস ফরহাদ

ছবি - সংগৃহীত

হিজাব নিয়ে স্লোগান বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডাকসু নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি অভিযোগ করেছেন, ভারতীয় কিছু গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ বিষয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই মাসের শহীদদের গণকবরে মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডাকসুর নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ের পর ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ তাদের কার্যক্রম শুরু করেছে। তারা রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন।

হিজাব স্লোগান নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে ফরহাদ বলেন, ফলাফল ঘোষণার দিন সকালে প্রতিটি ব্যক্তির ওপর নির্ভর করে স্লোগান দেওয়া হয়েছিল। তিনি জানান, সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এই হিজাব বিষয়ক স্লোগানটি দেওয়া হয়েছিল, কারণ চারুকলায় তার ছবিতে শিং এঁকে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল।

তিনি আরও বলেন, “সেখান থেকে একটি ভয়েস রেইজ করা হয়েছিল যে আসলে বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়া চলে না।” ফরহাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে যিনি হিজাব পরতে চান তাকে আপনি পেছন থেকে এসে গোপনে ছবি বিকৃত করবেন, বিভাগে হেনস্তা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে চলা উচিত নয়।” তিনি জোর দিয়ে বলেন, “এই প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষার্থীরা তুলে ধরেছেন, এবং তা ছিল ওই নির্দিষ্ট ঘটনার বিরুদ্ধে।” সবকিছু জানা সত্ত্বেও বিদেশি গণমাধ্যম কেন এটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে, তা তাদের নিজস্ব এজেন্ডার বিষয় বলে তিনি মন্তব্য করেন। তবে দেশের গণমাধ্যমগুলো সত্য সংবাদ প্রকাশ করেছে বলে তিনি জানান।