মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৫৫ পিএম

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করল ছাত্রদল

ছবি - সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ক্যাম্পাসে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রদলের একটি দল চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে। জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মেনেই নেতাকর্মীরা এই উদ্যোগ নিয়েছেন। তবে কোন প্রার্থী কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, "আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল বা কোনো জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব এবং যথাসময়ে তা সবাইকে জানিয়ে দেব।"

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চাকসু নির্বাচন কমিশন। কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের জন্য মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ৮ জন, জিএস পদে ২ জন এবং এজিএস পদে ২ জন মনোনয়নপত্র নিয়েছেন। মঙ্গলবার কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেই সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ সেপ্টেম্বর হবে যাচাই-বাছাই এবং ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।