সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি, অমুছনীয় কালি ব্যবহার না করা এবং বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার ঠিক আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করে বলেন, "আমরা আগেই জানতাম এই নির্বাচনটি পাতানো হবে।" তিনি জানান, তাজউদ্দীন হলের ভোটার তালিকায় ছবি না থাকা, ২১ নম্বর হল ও জাহানারা ইমাম হলে ছাত্রশিবির কর্তৃক বিশৃঙ্খলা সৃষ্টি এবং মেয়েদের হলে একই ভোটার বারবার ভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরও অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে অমুছনীয় কালি ব্যবহার করা হয়নি, যার ফলে একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারেন। এসব অভিযোগের ভিত্তিতে তারা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশগ্রহণ করেছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১ হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।