শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৩৫ পিএম

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

ছবি- সংগৃহীত

গত ২ সেপ্টেম্বর ফরিদা পারভীনকে নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে ডায়ালাইসিস প্রক্রিয়া শেষে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, "ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় ফরিদা পারভীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।"

শিল্পীর ছেলে ইমাম নিমেরি জানিয়েছেন, “আম্মাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাই। পরে শরীর খারাপ হলে আইসিইউতে ভর্তি করতে হয়।” তিনি জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তার মা।

উল্লেখ্য, কিডনির পাশাপাশি ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাসহ একাধিক রোগে ভুগছেন ফরিদা পারভীন। দেশের স্বনামধন্য এই শিল্পী তার অসাধারণ লালনসংগীত পরিবেশনার জন্য বিশেষভাবে পরিচিত। তার শারীরিক অবস্থা নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।