বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলে পশ্চিম তীর সংযুক্তির প্রস্তাব পাস, তীব্র নিন্দা ইরানের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ০৩:১৯ পিএম

ইসরায়েলে পশ্চিম তীর সংযুক্তির প্রস্তাব পাস, তীব্র নিন্দা ইরানের

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুটি আন্তর্জাতিক রাজনীতির এক অন্যতম জটিল ও স্পর্শকাতর বিষয়। পশ্চিম তীর দখল এবং সেখানে অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী হলেও ইসরায়েল দীর্ঘদিন ধরে এই নীতি অনুসরণ করে আসছে। সম্প্রতি, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে এবং পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা অন্তর্ভুক্তির পক্ষে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং শান্তি প্রক্রিয়ার জন্য নতুন করে হুমকি সৃষ্টি করেছে, যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

পশ্চিম তীর দখল এবং দখলকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণের আহ্বান জানিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, “গাজায় চলমান গণহত্যা এবং পশ্চিম তীরে নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে মিলে যাওয়া এই পদক্ষেপ ফিলিস্তিনকে একটি ভূমি, জাতি এবং স্বাধীন পরিচয় হিসেবে মুছে ফেলার জন্য (ইসরায়েলি) সরকারের নিরলস প্রচেষ্টাকে প্রকাশ করে।” ইরান আরও উল্লেখ করেছে যে, “ইহুদিবাদী সরকার তার নৃশংস এজেন্ডায় কোনো সীমানা স্বীকার করে না, জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনকে স্পষ্টভাবে উপেক্ষা করে।”
 

বিবৃতিতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিশ্বব্যাপী সব জাতি এবং আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার এবং দখলদারিত্ব ও বর্ণবাদ থেকে তাদের মুক্ত করার জন্য তাদের আইনি, নৈতিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে।

ইরান আরও সতর্ক করে বলেছে যে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা কেবল শাসকগোষ্ঠীর নৃশংসতাকে আরও উৎসাহিত করবে এবং সমগ্র অঞ্চলে এর আইনহীন আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে।
 

বিবৃতিতে বিশ্বের সব দেশকে—বিশেষ করে আঞ্চলিক এবং ইসলামী সরকারদের—ইসরায়েলি সরকার এবং তার সমর্থকদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, ইহুদিবাদী সত্ত্বার গণহত্যা, যুদ্ধবাজ এবং সম্প্রসারণবাদী নীতি বন্ধ করতে বাধ্য করার জন্য তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

এর আগে গত বুধবার (২৩ জুলাই) ইসরায়েলে নেসেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব অনুমোদন করে। এতে যুক্তি দেখানো হয় যে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ‘ইসরায়েলের জন্য অস্তিত্বগত বিপদ ডেকে আনবে।’ পরবর্তীতে অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকার অন্তর্ভুক্তির পক্ষেও ভোট দেওয়া হয়।