বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৪:৪২ পিএম

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

ছবি- সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি সর্বদা বিদ্যমান। সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। এই সুনামির ঢেউ ইতোমধ্যে রাশিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে এবং এর ক্ষয়ক্ষতির প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে। এটি আঞ্চলিক যোগাযোগ ও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়। এই সুনামির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, সুনামির শেষ ঢেউটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’। এই শক্তিশালী ঢেউ বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর (চ্যানেল) দিকে টেনে নিয়ে যায়।

সুনামির ঢেউয়ে সেভেরো-কুরিলস্ক শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে। প্রায় দুই হাজার মানুষ বসবাসকারী এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন। টিএএসএস আরও জানিয়েছে যে, সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। সুনামির ফলে সৃষ্ট এই ক্ষয়ক্ষতি রাশিয়ার দূরপ্রাচ্যের উপকূলীয় অঞ্চলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে।