শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
ডিজিটাল কারফিউ

১৫ বছরের কম বয়সীদের জন্য ফ্রান্সে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সুপারিশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৫০ পিএম

১৫ বছরের কম বয়সীদের জন্য ফ্রান্সে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সুপারিশ

ছবি - সংগৃহীত

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্সে একটি সংসদীয় কমিটি ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার সুপারিশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে, ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে 'ডিজিটাল কারফিউ' চালুর প্রস্তাবও দিয়েছে কমিটি, যার আওতায় রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত তাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ থাকবে।

কয়েক মাস ধরে বিভিন্ন পরিবার, সোশ্যাল মিডিয়া কোম্পানি এবং ইনফ্লুয়েন্সারদের বক্তব্য শোনার পর এই সুপারিশগুলো পেশ করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয়ও শিশু-কিশোরদের জন্য এমন নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছে। গত বছর অস্ট্রেলিয়াও ১৬ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের একটি আইন প্রণয়নের খসড়া তৈরি করেছিল।

কমিটির প্রধান আর্থার ডেলাপোর্ট জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে ‘ব্যবহারকারীদের জীবন ঝুঁকিতে ফেলার’ অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করার কথা জানিয়েছেন। তার মতে, টিকটক কর্তৃপক্ষ খুব ভালো করে জানে যে তাদের অ্যালগরিদম ব্যবহারকারীদের বিপদে ফেলছে এবং ক্ষতিকর কনটেন্টের চক্রে ঠেলে দিচ্ছে। সাতটি পরিবারের দায়ের করা মামলার পর এই কমিটি গঠিত হয়, যা প্ল্যাটফর্মের মানসিক প্রভাব নিয়ে তদন্ত করছে।

প্রধান প্রতিবেদক লর মিলার বলেন, “টিকটকের আসক্তি সৃষ্টি করা নকশা এবং অ্যালগরিদম অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নকল করা হয়েছে।” যদিও টিকটক কর্তৃপক্ষ দাবি করেছে যে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার, তবে কমিটির আইনপ্রণেতারা টিকটকের এই প্রচেষ্টা যথেষ্ট মনে করেননি। তারা জানান, টিকটকের নিয়মগুলো সহজেই এড়িয়ে যাওয়া যায় এবং ক্ষতিকর কনটেন্ট অ্যাপটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

কমিটির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে যদি সমস্ত প্ল্যাটফর্ম ইউরোপীয় আইন মানতে ব্যর্থ হয়, তবে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার এই পদক্ষেপ ১৮ বছর বয়স পর্যন্ত সবার জন্য প্রসারিত করা হতে পারে।