শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের পর সামরিক আইন জারি থাইল্যান্ডের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ০৭:৫৭ পিএম

সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের পর সামরিক আইন জারি থাইল্যান্ডের

ছবি- সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের দ্বিতীয় দিনে থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছে। চনথাবুরি ও ত্রাত প্রদেশের সেনাবাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের কমান্ডার আপিচারট সাপরাসার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, "চনথাবুরির সাতটি জেলা ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন এখন থেকে কার্যকর থাকবে।"

এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ বৃহস্পতিবার (২৪ জুলাই) হঠাৎ তীব্র সংঘর্ষে রূপ নেয়। এতে যুদ্ধবিমান, কামান, ট্যাংক ও স্থলসেনা ব্যবহার করে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী চারটি প্রদেশ থেকে এক লাখেরও বেশি বেসামরিক মানুষকে সরিয়ে প্রায় ৩০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। অন্যদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক ও এক সেনাসদস্য রয়েছেন।

প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এসব এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়েছিল, যেখানে অন্তত ২৮ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

লাখ লাখ বিদেশি পর্যটকদের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের এমন ভয়াবহ সংঘর্ষে রূপ নেওয়া বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অঞ্চলের স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সূত্র: এএফপি