শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনকে স্বীকৃতি দিন‍‍`, স্টারমারকে চিঠি ২২১ ব্রিটিশ এমপির

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ১২:৪৫ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিন‍‍`, স্টারমারকে চিঠি ২২১ ব্রিটিশ এমপির

ছবি- সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে। বেশ কিছু দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং এই ধারাবাহিকতায় ফ্রান্সও স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছে। এই পটভূমিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে এক-তৃতীয়াংশেরও বেশি এমপি তাদের সরকারের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্টের ২২১ জন এমপি। এই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টিসহ মোট ৯টি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। এমনকি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েকজন এমপি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।





হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ২২১ জন এমপির এই স্বাক্ষর একটি উল্লেখযোগ্য ঘটনা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়েনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও রয়েছেন।

চিঠিতে এমপিরা বলেছেন, “আমরা জানি যে একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা যুক্তরাজ্যের নেই; কিন্তু ফিলিস্তিনের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং যেহেতু যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই আমাদের বিশ্বাস যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে দেশটির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে।”

এই চিঠি এমন এক সময়ে দেওয়া হলো, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে এমপিদের এই আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছেন, এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তিস্থাপন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সেই লক্ষ্যের চূড়ান্ত ধাপ; কিন্তু তার আগে আরও কয়েকটি ধাপ রয়েছে। এগুলো হলো— গাজায় অবরুদ্ধ সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং সেখানে একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি।” স্টারমার আরও বলেন, এসব ধাপ পেরোনো ছাড়া এই স্বীকৃতি কোনো কাজে আসবে না।