বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ১১:৫৮ এএম

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

ছবি- সংগৃহীত

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, যা পৃথিবীর ভূত্বকের হঠাৎ স্থানচ্যুতির কারণে ঘটে। বাংলাদেশ এবং এর আশেপাশের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সংলগ্ন সমুদ্রতলদেশীয় অঞ্চলে ভূকম্পন এক স্বাভাবিক ঘটনা। সম্প্রতি বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। তবে, এই ঘটনায় কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি, যা স্বস্তিদায়ক খবর।

বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে মঙ্গলবার রাতে চারটি ভূমিকম্প হয়েছে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে চারের ওপর। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের সেই কম্পনের মাত্রা ছিল ৫.০।

এরপর কাছাকাছি এলাকায় যথাক্রমে ৫.০, ৪.৯, ও ৪.৬ মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে। এর আগের দিন নিকোবর আইল্যান্ডে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড হয়। তবে ইন্দোনেশিয়ার ওই অঞ্চলেও সুনামির সতর্কতা নেই।

তবে এসব ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি, যা উপকূলীয় এলাকার মানুষের জন্য স্বস্তির খবর। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার রাতে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট। রাশিয়ায় এই ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে।