মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে আজহারীর পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০৪:০৯ পিএম

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে আজহারীর পোস্ট

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরের দিকের এ ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি, তবে পরিস্থিতি গুরুতর।

বিমান দুর্ঘটনার এ খবরে বেশ মর্মাহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এ ঘটনায় সোমবার দুপুর ৩টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন।

পোস্টে আজহারী লেখেন, ‘হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।’

ইতোমধ্যে আজহারীর ওই পোস্টে দুই লাখের বেশি রিয়্যাক্ট পড়েছে, ২০ হাজারেরও বেশি কমেণ্ট পড়েছে এবং ১৭ হাজারের বেশি শেয়ার হয়েছে, যা এই ঘটনার প্রতি গণমানুষের গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করে।