জুলাই ২১, ২০২৫, ০৮:৫৯ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। এই ভয়াবহ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় দেশের জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতসহ বিনোদন জগতের অনেক তারকা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।
আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, "আমি স্তব্ধ, বাক্রুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন।"
তিনি আরও উল্লেখ করেছেন, "দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।"
আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করে হানিফ সংকেত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, "কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।"
আপনার মতামত লিখুন: