সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শাকিব খানের কান্নার ছবি ভাইরাল: ‍‍`তাণ্ডব‍‍` সিনেমায় মুগ্ধ দর্শক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৫, ০৯:০৬ পিএম

শাকিব খানের কান্নার ছবি ভাইরাল: ‍‍`তাণ্ডব‍‍` সিনেমায় মুগ্ধ দর্শক

ছবি- সংগৃহীত

সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ফেসবুক প্রোফাইল, সিনেমা-সংশ্লিষ্ট পেজ ও গ্রুপগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে শাকিব খানের এই ছবিগুলো, যা তার ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে নতুন করে মুগ্ধতা তৈরি করেছে।

এই ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে, যা একটি স্যাড সিকোয়েন্সের অংশ। ছবিতে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা যায়। তার ক্লান্ত চেহারা, মুখে কষ্টের ছাপ এবং চোখে পানি—এই দৃশ্যটি দেখে অনেকেই তার অভিনয়ের প্রতি মনোযোগ ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করছেন। এই ছবিগুলো অভিনেতার চরিত্রের গভীরে প্রবেশের সক্ষমতাকেই তুলে ধরেছে।

ছবিগুলোর কারিগর ফটোগ্রাফার ফারহান রোমান তার কাজের সার্থকতা ব্যক্ত করে লিখেছেন, ‘একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হয় শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়। অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতোটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হতো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমে বন্দী করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।’

ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন 'বরবাদ' খ্যাত নির্মাতা মেহেদী হাসানও। তিনি লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তার উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’ এই মন্তব্য শাকিব খানের তারকাখ্যাতি এবং তার অভিনয় ক্ষমতার গভীরতাকেই তুলে ধরে।

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমাটি মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল। এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি পায়। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব খান ছাড়াও সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ অভিনয় করেছেন। শাকিব খানের এই ভাইরাল হওয়া ছবিটি সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।