সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৫৭ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের পেছনে প্রধান কারণ হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তকে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করার কথা থাকলেও, শুক্রবার দিবাগত রাত পর্যন্ত ভোট গণনা চলছিল এবং চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম জানান, শুরুতে ওএমআর মেশিনে স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনার প্রস্তুতি নেওয়া হলেও প্রার্থীদের আবেদনের ভিত্তিতে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাভাবিকভাবেই, এই পদ্ধতিতে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগে। তিনি আরও জানান যে, ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লেগে যায় কারণ লাইনে থাকা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
এছাড়াও, নির্বাচন কমিশনের সদস্য সচিব উল্লেখ করেন, হঠাৎ ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু করায় তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা কম ছিল, যার ফলে প্রথম দিকে গণনার গতি ছিল ধীর। পরবর্তীতে সিসিটিভির আওতায় টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। কিছু ক্ষেত্রে পোলিং অফিসার এবং রিটার্নিং অফিসারের অনুপস্থিতিও ভোট গণনার গতিকে বাধাগ্রস্ত করেছে, কারণ নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা এবং ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার কথা। সব মিলিয়ে, এই সীমাবদ্ধতাগুলোই ফল প্রকাশে বিলম্বের মূল কারণ।