জুলাই ২১, ২০২৫, ০৮:১৬ পিএম
বাংলাদেশ-এর রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 'ভালো রকমের তদন্ত' করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু তরুণ প্রাণের অকাল মৃত্যু এবং অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার সাংবাদিকদের বলেন, "আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটাও করা হবে।" এই উক্তি থেকে বোঝা যায়, সরকার আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দৃঢ় প্রতিজ্ঞ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবন ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে খোঁজখবর নেন। তার এই পরিদর্শন প্রমাণ করে যে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, "আমরা অত্যন্ত শোকাহত যে এই ঘটনা ঘটেছে, অনেকগুলো তরুণ প্রাণ ঝরে গেছে। এই ধরনের একটা ভয়ানক দুর্ঘটনায় আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হন, তার জন্য আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি।" তার এই আবেগঘন বক্তব্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা প্রকাশ করে।
ঘটনা নিয়ে 'অনেক ভুল' তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সি আর আবরার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "কিছু কিছু পুরোনো ছবি, এআই জেনারেটেড ছবি, সেগুলো তারা সার্কুলেট করছেন। এগুলো চরম অন্যায়, অবিবেচনা-প্রসূত বলে আমি মনে করি। আমরা আপনাদের কাছে আপিল (আবেদন) করছি এ থেকে নিবৃত্ত থাকেন। কারণ, এর দ্বারা নানা ধরনের ভুল–বোঝাবুঝি সৃষ্টি হবে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে যাঁরা মারা গেছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের যে পরিবার–পরিজন, তাঁদের প্রতি একটা চরম অসম্মান করা হবে এবং জাতি হিসেবে নিশ্চয়ই আমাদের সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা উচিত না।" তার এই আহ্বান গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরে।
হতাহতদের ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্তে কোনো ধরনের কমিটি গঠন করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সি আর আবরার বলেন, "প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো অবশ্যই আগামী দিনের মধ্যে হবে। এগুলোর সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে।" এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, সরকার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়ে ধীরস্থির ও সুচিন্তিত পদক্ষেপ নেবে।
আপনার মতামত লিখুন: