জুলাই ২১, ২০২৫, ০৪:৪৮ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 'হায়দার হল' নামের একটি ভবনে বিধ্বস্ত হয়। এর পরপরই ভবনটিতে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে একজন নিহতের খবর পাওয়া গেলেও, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের নেওয়ার পর হতাহতের সংখ্যা বাড়তে থাকে। এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই শিক্ষার্থী, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিস্তারিত খবর দ্রুতই আসছে।
আপনার মতামত লিখুন: