মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০৫:৫১ পিএম

আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে, দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

এই দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার শান্তি ও দ্রুত আরোগ্য কামনায় দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।