মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

‘লাল শার্টের লোকটাকে ধরলে অনেক কিছু জানা যাবে’: মারুফ কামাল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১০:৪৭ এএম

‘লাল শার্টের লোকটাকে ধরলে অনেক কিছু জানা যাবে’: মারুফ কামাল

ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীকে চিহ্নিত করতে পারলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, “ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী?” তিনি আরও বলেন, “তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে। জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?”

শুক্রবার রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে, তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সেখানেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করা হয়।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছিলেন।