শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
নাহিদ ইসলাম

সামনে আরও লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০৩:৩৮ পিএম

সামনে আরও লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি  বলেন, "সামনে আরও লড়াই আসছে, সেই প্রস্তুতি নিচ্ছি"।

শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির এক পথসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, "মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে"। তাঁর এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, "হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না"। তিনি সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনা উল্লেখ করে বলেন, "গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে"। এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি সামনের দিনগুলোতে আরও কঠিন রাজনৈতিক সংগ্রামের ইঙ্গিত দিয়েছেন।

এনসিপির এই তরুণ নেতা বলেন, দেশ নির্মাণে তাদের সামনে আরেকটি বড় লড়াই অপেক্ষা করছে এবং সে লড়াইয়ের জন্য তিনি ও তার দল প্রস্তুত। তিনি নেতাকর্মীদেরকে আসন্ন লড়াইয়ের জন্য সতর্ক থাকার আহ্বান জানান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ সময় জুলাই অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না" এবং যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।