সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৫৪ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীর আমিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, “আপনাদের কী মনে হয়, আমি ফজু পাগলা? আমাকে কি পাগল মনে হয়?” তিনি বলেন, যারা তাকে পাগল বলে আখ্যায়িত করে, তারা আসলে রাজাকার। “শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না,” বলেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকার হাওর মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, যখন তিনি দেখেছেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে এবং ৩০ লাখ মানুষের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জত বৃথা যাচ্ছে, তখন তিনি প্রতিবাদ করেছেন। তিনি বলেন, “আমি তাদের ছাড়বো না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।” তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি ধর্ম বিদ্বেষী নই, জামায়াত বিদ্বেষী। জামায়াতে ইসলাম ইসলাম নয়, তারা জামা-কাপড়ে ইসলাম।”
জামায়াতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল।” তিনি জামায়াতের আমিরকে সিলেটে যেকোনো একটি আসনে তার বিরুদ্ধে নির্বাচন করার চ্যালেঞ্জ দেন এবং বলেন, “১৯টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন, তাহলে ভাববো আপনারা বাপের বেটা।”
ফজলুর রহমান আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং তার দলের কাছে এই প্রতীকটি চেয়েছেন। তিনি বলেন, “দল আমাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই।”