আগস্ট ৪, ২০২৫, ১১:২৫ এএম
নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং প্রতিটি মুসলিমের জন্য এটি অবশ্য পালনীয় একটি ইবাদত। নামাজে অনেক বিধান ও নিয়ম রয়েছে, যার মধ্যে কিছু ভুল হলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যায়। এমন একটি প্রশ্ন হলো, নামাজের বৈঠকে ভুলক্রমে দুইবার তাশাহুদ পড়লে কি সাহু সেজদা দিতে হবে? এ বিষয়ে ইসলামি শরিয়তের সুস্পষ্ট বিধান রয়েছে।
নামাজে কিছু ভুল আছে যা ইচ্ছাকৃতভাবে করলে নামাজ নষ্ট হয়ে যায়, আর অনিচ্ছাকৃতভাবে করলে সাহু সেজদার মাধ্যমে তা সংশোধন করা যায়। তাশাহুদ বা আত্তাহিয়াতু হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। এই বৈঠকে তাশাহুদ পড়তে গিয়ে অনেকে ভুল করে বারবার পড়েন। এই ক্ষেত্রে সাহু সেজদা দিতে হবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
-
একাকী বা জামাতে নামাজ আদায়কারী ইমাম যদি প্রথম বৈঠকে ভুলবশত দুইবার তাশাহুদ পড়েন, তাহলে তাকে নামাজের শেষে সাহু সেজদা দিতে হবে। এর কারণ হলো, প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ওয়াজিব। কিন্তু দুইবার তাশাহুদ পড়ার কারণে পরবর্তী ফরজের জন্য দাঁড়াতে দেরি হয়েছে, যা সাহু সেজদা ওয়াজিব হওয়ার একটি কারণ। তবে, যদি প্রথমবার তাশাহুদের কোনো অংশ ভুলে যায়, সেই অংশটুকু পুনরায় পড়ার জন্য কোনো সাহু সেজদা ওয়াজিব হবে না।
-
জামাতে নামাজ আদায়কারী কোনো মুক্তাদি যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়েন, তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে না এবং তাকে সাহু সেজদা দিতে হবে না। কারণ, মুক্তাদি যেহেতু ইমামের আগে দাঁড়াতে পারেন না, তাই তিনি ওই অতিরিক্ত সময়ে তাশাহুদ পুনরায় পড়লে তা ওয়াজিব ভঙ্গের কারণ হয় না।
-
নামাজের শেষ বৈঠকে যদি কেউ একাধিকবার তাশাহুদ পড়েন, তাহলে নামাজে কোনো ক্ষতি হবে না এবং নামাজের শেষে সাহু সেজদাও দিতে হবে না। এই বিধানটি ইমাম, মুক্তাদি এবং একাকী নামাজ আদায়কারী সকলের জন্যই প্রযোজ্য। তবে মনে রাখা জরুরি, তাশাহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়।
নামাজে এমন কোনো ভুল হলে মনে রাখতে হবে, যেকোনো ভুলের ক্ষেত্রে সাহু সেজদা ওয়াজিব হয় না। তবে সাহু সেজদা কখন ওয়াজিব হয়, তা জানা থাকা জরুরি। কোনো ওয়াজিব ছুটে গেলে, বা কোনো ওয়াজিব দেরি করে আদায় করলে সাহু সেজদা ওয়াজিব হয়। তাই নামাজের নিয়মকানুন সঠিকভাবে জেনে নেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক।