সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সূর্যোদয়ের সময় ফজরের নামাজ পড়লে কি তা আদায় হবে?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ০৩:১৯ পিএম

সূর্যোদয়ের সময় ফজরের নামাজ পড়লে কি তা আদায় হবে?

ছবি- সংগৃহীত

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ। এর সময়সীমা নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায়শই কিছু প্রশ্ন দেখা যায়। বিশেষ করে, ফজরের ওয়াক্ত কখন শেষ হয় এবং সূর্যোদয়ের সময় নামাজ আদায় করা যাবে কিনা, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকে। এই বিষয়ে ইসলামী শরিয়তের সুস্পষ্ট বিধান রয়েছে, যা নিয়ে আলেম-ওলামাদের মতামত তুলে ধরা হলো।

 প্রশ্ন: আমরা জানি, সূর্যোদয়ের সময় ১০-১৫ মিনিট নামাজ পড়া যায় না। জানার বিষয় হল, তা সত্ত্বেও যদি কেউ এ সময় ফজরের নামাজ পড়ে ফেলে তাহলে কি এর দ্বারা তার ফরজ আদায় হয়ে যাবে? না তা পরে আবার পড়তে হবে? অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করার পর নামাজ অবস্থায় সূর্যোদয় হয়ে যায় তাহলে এ নামাজের কী হুকুম?


সূর্যোদয়ের সময় নামাজ আদায় করা ইসলামে নিষিদ্ধ। এ সময়ে কোনো নামাজ, এমনকি ফজরের ফরজ নামাজ বা কোনো কাজা নামাজ আদায় করাও সহিহ নয়। যদি কেউ এ সময় নামাজ আদায় করে ফেলে, তবে তা আদায় হবে না। তাই পরে তাকে তা কাজা করে নিতে হবে।

ইসলামী শরিয়ত অনুযায়ী, ফজরের ওয়াক্ত থাকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় শুরু হয়ে গেলে সব নামাজের মতোই ওই দিনের ফজরের নামাজ আদায় করা নিষিদ্ধ হয়ে যায় এবং সূর্য পুরোপুরি উঠে যাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকে। আলেম ওলামাদের মতে, এই সময়ের ব্যাপ্তি সাধারণত ১০ মিনিট। আবহাওয়া অফিস থেকে সূর্যোদয়ের যে সময় জানানো হয়, তার ঠিক ১০ মিনিট পর পর্যন্ত নামাজ আদায় করা নিষিদ্ধ।

অনুরূপভাবে, যদি কোনো ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ শুরু করার পর নামাজরত অবস্থায় সূর্য উদিত হয়ে যায়, তাহলেও ওই নামাজটি পরবর্তীতে কাজা করে নিতে হবে। কারণ, নামাজের একটি অংশ নিষিদ্ধ সময়ে পড়া হয়েছে, যার কারণে পুরো নামাজটি ত্রুটিপূর্ণ বলে গণ্য হবে।