সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাইমের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজদের হারাল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৫, ১০:৫১ এএম

সাইমের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজদের হারাল পাকিস্তান

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে ওয়েস্ট ইন্ডিজ দল বেশ কঠিন সময় পার করছে। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্টে তাদের পারফরম্যান্স হতাশাজনক। অন্যদিকে, পাকিস্তান দল নতুন অধিনায়কের অধীনে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। সাইম আইয়ুবের মতো তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স পাকিস্তানের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে, যা দলের ভবিষ্যৎ নিয়ে আশার সঞ্চার করেছে।

ব্যর্থতার বৃত্তটা কিছুতেই ভাঙতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৮ ম্যাচে তারা হেরেছিল। এবার পাকিস্তানের বিপক্ষেও হার দিয়ে শুরুটা করল ক্যারিবীয়রা। ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাইম আইয়ুব। যার সুবাদে সালমান আলি আগার দল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে জিতেছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ধীরস্থির শুরু পায়। ১২ বলে ১৪ রান করেই আউট হয়ে যান ওপেনার শাহিবজাদা ফারহান। এরপর সাইম আইয়ুব ও ফখর জামান মিলে ৮১ রানের জুটি গড়েন। সাইম স্বভাবসুলভ মেজাজে খেললেও সুবিধা করতে পারছিলেন না ফখর। ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় সাইম ৫৭ রানে আউট হওয়ার খানিক বাদেই ফখরও ফেরেন। ২৪ বলে তার ব্যাটে আসে ২৮ রান। অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে মোমেন্টাম বদলে দেন হাসান নওয়াজ (২৪) ও মোহাম্মদ নওয়াজ (৯)।

১১ ওভারে দলীয় একশ করা পাকিস্তান হঠাৎই ব্যাকফুটে চলে যায়। শেষ পর্যন্ত তাদের পুঁজি দাঁড়ায় ১৭৮ রানে। ফাহিম আশরাফ ১৫ ও সালমান আগা ১১ রান করেছেন। ক্যারিবীয়দের পক্ষে ৩০ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার শামার জোসেফ।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও শেষদিকে রানের গতি বাড়াতে ব্যর্থ হয়। ৭ উইকেটে ১৬৪ রান তুলে শাই হোপদের দৌড় থেমেছে। টানা দুই সিরিজে ধবলধোলাইয়ের পর আরেকটি টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।