আগস্ট ২, ২০২৫, ০৯:৩৬ এএম
ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন এক টি-২০ সিরিজের খবর নিয়ে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিকে আরও জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পিসিবি।
এই সিরিজে পাকিস্তান ও আফগানিস্তানের পাশাপাশি তৃতীয় দল হিসেবে খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ আগস্ট থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজটি শুরু হবে, যা শেষ হবে ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
প্রাথমিকভাবে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলার কথা ছিল, কিন্তু দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে সেই সিরিজটিকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করা হয়েছে। ভ্রমণ ক্লান্তি এড়ানো এবং এশিয়া কাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে, যার ফলে প্রতিটি দল কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
এরপর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দল ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) শুরু হবে। ২৯ আগস্ট পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে সিরিজটির পর্দা উঠবে।
পিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ৩০ আগস্ট পাকিস্তান মুখোমুখি হবে আমিরাতের, ১ সেপ্টেম্বর আমিরাত খেলবে আফগানিস্তানের বিপক্ষে, ২ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান, ৪ সেপ্টেম্বর পাকিস্তান ও আমিরাত এবং ৫ সেপ্টেম্বর আফগানিস্তান ও আমিরাতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই সিরিজ শেষ হওয়ার দু'দিন পরই ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত - এই তিন দলের মধ্যে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে পাকিস্তান অষ্টম, আফগানিস্তান নবম এবং আমিরাত ১৪তম স্থানে রয়েছে। এই সিরিজটি তাদের জন্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।