সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জোড়া গোলে নেইমারের কামব্যাক, সান্তোসের স্বস্তি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০৩:২৮ পিএম

জোড়া গোলে নেইমারের কামব্যাক, সান্তোসের স্বস্তি

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ইনজুরি নিয়ে ভুগছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর তার ক্লাব ক্যারিয়ার এবং জাতীয় দলে ফেরা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে চোট কাটিয়ে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরেছেন তিনি এবং প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে জানান দিয়েছেন তার ফিটনেস এবং ফর্মে ফেরার খবর।

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার তার চেনা রূপে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন এবং প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। তার অসাধারণ পারফরম্যান্সে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্টুডকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে তার ক্লাব সান্তোস।


মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ সময় অনুষ্ঠিত এই ম্যাচে নেইমার শুরু থেকেই দুর্দান্ত খেলেন। ম্যাচের ৩৭ মিনিটে তিনি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ো সান্তোসের হয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে জুভেন্টুড একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণভাগ নিজেদের সুরক্ষিত রাখে।

ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার, যা দলের জয় নিশ্চিত করে। এই জোড়া গোল শুধু তার ব্যক্তিগত পারফরম্যান্সের উজ্জ্বলতা প্রমাণ করে না, বরং তার ফিটনেসেরও সুস্পষ্ট ইঙ্গিত দেয়। ২০২২ সালের পর এই প্রথম নেইমার টানা পাঁচটি ম্যাচে পুরো সময় মাঠে থাকলেন।

এই জয় সান্তোসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, সর্বশেষ তিন ম্যাচে তাদের ছিল দুটি হার এবং একটি ড্র। এই জয়ে ২০ দলের লিগে তারা ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে। লিগের শেষ চারটি দল পরবর্তী মৌসুমে অবনমিত হবে, তাই এই জয় সান্তোসের জন্য অবনমনের শঙ্কা থেকে কিছুটা মুক্তি এনে দিয়েছে।

নেইমারের এই কামব্যাক ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির জন্য একটি সুসংবাদ হতে পারে। ব্রাজিলের হয়ে তার দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন ম্যাচগুলোতে তাকে জাতীয় দলে ফের দেখা যেতে পারে।