আগস্ট ৭, ২০২৫, ১০:৪৫ এএম
আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বুধবার (৬ আগস্ট) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে অনেকেই অবাক হয়েছেন। তাদের এই উপস্থিতি ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সকাল ৮টায় মিরপুর একাডেমি মাঠে ট্রেইনার নাথান কেলির তত্ত্বাবধানে এই ক্যাম্প শুরু হয়। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটারই এই ক্যাম্পে যোগ দেন। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ক্রিকেটারদেরও দেখা গেছে।
প্রাথমিক পর্যায়ে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করবেন। এরপর স্কিল ট্রেনিং শুরু হবে। ঢাকায় কয়েকদিনের অনুশীলন শেষে দলটি পরবর্তী প্রস্তুতির জন্য সিলেটে যাবে।
এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর টাইগাররা আবুধাবিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে 'বি' গ্রুপে আফগানিস্তান, শ্রীলংকা ও হংকংয়ের বিপক্ষে খেলবে।
দলে না থেকেও মুশফিক ও মাহমুদউল্লাহর ক্যাম্পে যোগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের ফিটনেস ধরে রাখতে ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে তাদের এই উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, নির্বাচকরা ভবিষ্যতে তাদের আবারো দলে ফিরিয়ে আনার কথা ভাবতে পারেন। বিশেষ করে মুশফিক এখনো টেস্ট থেকে অবসর নেননি এবং মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেটে খেলে যেতে চান।
এশিয়া কাপ থেকে ফিরে আসার পর আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি হোম সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে, যদিও এই সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে ক্রিকেটারদের ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে।