সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়াল পাকিস্তান, যোগ দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ১২:০৩ পিএম

এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়াল পাকিস্তান, যোগ দিল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ভারতের বিহারের রাজগিরে আগামী ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া হকি এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টুর্নামেন্টে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (৬ আগস্ট) হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।

হকি ইন্ডিয়ার ওই কর্মকর্তা ‘দ্য হিন্দু’ সংবাদমাধ্যমকে বলেন, “পাকিস্তান হকি ফেডারেশন বুধবার এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি লিখে জানিয়েছে যে, নিরাপত্তার কারণে তারা এশিয়া কাপে অংশ নিতে পারবে না। এরপর আমরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।”


ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। জুলাই মাসের শুরুতে ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তান দলের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তবুও পাকিস্তান হকি ফেডারেশন নিজেদের অনিচ্ছা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনেরও প্রস্তাব দেয়। যদিও পরে ভিসার জন্য আবেদন করেছিল, তবে পাকিস্তান সরকারের নির্দেশে সেই প্রক্রিয়া স্থগিত করা হয়।

পিএইচএফ সভাপতি তারিক বুগতি জানান, “আমরা জানিয়েছি, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে আমাদের দল নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের খেলোয়াড়রাও ভারতে এশিয়া কাপে যেতে আগ্রহী নয়।” তিনি আরও যোগ করেন যে, এটি সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি টুর্নামেন্ট হলেও তারা ঝুঁকি নিতে রাজি নন।

এর আগে ২০১৬ সালেও পাঠানকোট ও উরি হামলার পর উত্তেজনা সৃষ্টি হলে একইভাবে ভারতে অনুষ্ঠিত একটি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছিল পাকিস্তান।

তবে এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানের জুনিয়র দলও সমস্যায় পড়তে পারে। কারণ, চলতি বছরের শেষ দিকে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে জুনিয়র বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তান সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের চেন্নাইয়ে খেলেছিল, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল।