আগস্ট ৮, ২০২৫, ০৯:৪৬ এএম
আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল কঠোর অনুশীলনে নেমেছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্রিকেটাররা ফিটনেস ঝালিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ ক্যাম্পে অংশ নিচ্ছেন। ফিটনেস ট্রেইনার নাথান কেলির তত্ত্বাবধানে এই ক্যাম্প চলছে।
প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা গত দুই দিন ধরে কঠোর অনুশীলন করছেন। এই অনুশীলন শেষে আজ ও আগামীকাল তারা বিশ্রাম পাবেন। এরপর আগামী রোববার পল্টন আউটার মাঠে তাদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা শেষ হলে ক্রিকেটাররা আরও একদিন বিশ্রাম পাবেন, তারপর আবার দুদিন ফিটনেস সেশন হবে।
এই ফিটনেস সেশনগুলো ইনজুরিপ্রবণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ও শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ফিটনেস পুনরুদ্ধার করতে পারবেন। ফিটনেস ট্রেইনার নাথান কেলি প্রতিটি ক্রিকেটারের উপর সমান নজর রাখছেন, যাতে কেউ অনুশীলন ফাঁকি দিতে না পারে।
ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পর ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে বিদেশি কোচিং স্টাফরা যোগ দেবেন। এরপর ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে, যেখানে তারা নিজেদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।