সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বার্সেলোনায় বড় ধাক্কা, রোনালদোর দলে যাচ্ছেন ইনিগো

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৩১ এএম

বার্সেলোনায় বড় ধাক্কা, রোনালদোর দলে যাচ্ছেন ইনিগো

ছবি- সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় বড় ধরনের ধাক্কা লেগেছে। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে যাচ্ছেন। এই ট্রান্সফারটি দুই পক্ষের মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ফ্রি এজেন্ট হিসেবে তাকে ছেড়ে দিতে রাজি হয়েছে বার্সেলোনা, যদিও তার সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

ইনিগো মার্তিনেস গত মৌসুমে বার্সেলোনার রক্ষণে একজন নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোচ হানসি ফ্লিকের হাইলাইন ডিফেন্স কৌশল বাস্তবায়নে তার অবদান ছিল অনস্বীকার্য। গত গ্রীষ্মেও সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন ইনিগো, কিন্তু তখন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো তাকে ক্লাবে থেকে যেতে রাজি করিয়েছিলেন।


 এই ট্রান্সফারের ফলে বার্সেলোনা সরাসরি কোনো অর্থ পাবে না। তবে ইনিগোর বড় অঙ্কের বেতন সাশ্রয় হবে, যা তাদের আর্থিক সমস্যার মধ্যে থাকা ক্লাবটিকে কিছুটা স্বস্তি দেবে। বার্সেলোনা এখনো লা লিগার ১-১ নিয়মে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে হিমশিম খাচ্ছে। ইনিগোর বেতনের ৬০ শতাংশ ব্যবহার করে তারা অন্য খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বার্সা এখনও বেশ কিছু খেলোয়াড়কে নিবন্ধন করতে পারেনি।

 অন্যদিকে, আল নাসর এই গ্রীষ্মে জোয়াও ফেলিক্সকে দলে নিয়েছে। ইনিগোকে দলে নিয়ে ক্লাবটির লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও সহায়তা করা, যাতে তিনি সৌদি আরবে আসার পর প্রথম বড় শিরোপা জিততে পারেন। সম্প্রতি একটি প্রীতি ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছেন, যা দলের জন্য ইতিবাচক লক্ষণ।

তবে ইনিগোর বিদায় নিঃসন্দেহে বার্সার জন্য একটি বড় ক্ষতি। গত মৌসুমে তিনি তরুণ পাউ কুবারসির সঙ্গে রক্ষণে চমৎকার জুটি গড়ে তুলেছিলেন।