সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কেলেঙ্কারির জেরে হায়দার আলিকে নিষিদ্ধ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৪৩ এএম

কেলেঙ্কারির জেরে হায়দার আলিকে নিষিদ্ধ করল পাকিস্তান

ছবি- সংগৃহীত

পাকিস্তানি ব্যাটসম্যান হায়দার আলি ইংল্যান্ডে একটি গুরুতর কেলেঙ্কারিতে জড়িয়েছেন। এর ফলে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ধর্ষণের অভিযোগের বিষয়ে তাকে ঘিরে একটি তদন্ত শুরু করেছে।

পিসিবি জানায়, হায়দার আলিকে ঘিরে এই তদন্তটি পাকিস্তান 'শাহিনস' দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের ধরন সম্পর্কে পিসিবি বিস্তারিত কিছু জানায়নি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে যে, তারা সোমবার একটি ধর্ষণের অভিযোগ পেয়েছে এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ২৪ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।



পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “অভিযোগ করা হয়েছে যে ঘটনাটি ২০২৫ সালের ২৩ জুলাই বুধবার ম্যানচেস্টারের একটি স্থানে ঘটেছে। ওই ব্যক্তি পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে এবং তদন্ত চলছে।”

ব্রিটেনে সাধারণত তদন্ত চলাকালীন কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয় না। তবে হায়দার আলির নাম ফাঁস হয়ে যাওয়ায় পিসিবি তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পিসিবি বিবৃতিতে আরও জানিয়েছে, “চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং এর ফল না আসা পর্যন্ত হায়দার আলিকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো।”

হায়দার আলির এই ঘটনা পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। তরুণ এই ক্রিকেটারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।