আগস্ট ৮, ২০২৫, ০৬:৩৪ পিএম
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উদীয়মান পেসার ম্যাথু ফোর্ড সম্প্রতি ব্যাট হাতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় এসেছিলেন। কিন্তু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে তিনি এক দুঃসংবাদ পেলেন। অনুশীলনে চোট পাওয়ায় তাকে পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হয়েছে। এটি ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এক বড় ধাক্কা।
ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ম্যাথু ফোর্ড চোটে পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই ২৩ বছর বয়সী পেস অলরাউন্ডার। বুধবার (৬ আগস্ট) অনুশীলন সেশনে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই খবরটি নিশ্চিত করেছে।
গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ফিফটি করে দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ডে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পাশে নাম লিখিয়েছিলেন ফোর্ড। তার এই রেকর্ড গড়া ইনিংসের পর ক্রিকেট মহলে তাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল।
ম্যাথু ফোর্ডের পরিবর্তে ২১ বছর বয়সী তরুণ পেস বোলিং অলরাউন্ডার ইয়োহান লেইনকে দলে নেওয়া হয়েছে। লেইন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমিতে বেড়ে ওঠা এই ক্রিকেটার ১২টি লিস্ট 'এ' ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে ১২৪ রান করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। এমন গুরুত্বপূর্ণ সিরিজে ফোর্ডের মতো একজন কার্যকর ক্রিকেটারকে হারানো ক্যারিবিয়ানদের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।