সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আর্জেন্টাইন ফুটবলের সুসময়: যে পরিসংখ্যান নজর কাড়ছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৯:৫৯ এএম

আর্জেন্টাইন ফুটবলের সুসময়: যে পরিসংখ্যান নজর কাড়ছে

ছবি- সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পর থেকেই আর্জেন্টিনা ফুটবল দল একটি সুসময় পার করছে। শুধু জাতীয় দলই নয়, তাদের বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা নিজ নিজ ক্লাব ফুটবলেও দুর্দান্ত পারফর্ম করছেন। সম্প্রতি আর্জেন্টিনার ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকোর’ এক বিশ্লেষণে সেই সাফল্যের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিসংখ্যানগুলোই প্রমাণ করে দিচ্ছে, বর্তমান সময়ে আর্জেন্টাইন ফুটবল কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ফুটবল দল দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রায় তিন বছর পরও তারা ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে। শুধু জাতীয় দল নয়, দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও চোখে পড়ার মতো। সম্প্রতি আর্জেন্টিনার অনলাইন ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’র এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপজয়ী ২৩ জন ফুটবলার ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৫৭টি শিরোপা জিতেছেন।

  • গত বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ইন্টার মিলানের ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ সবচেয়ে বেশি ৮২টি গোল করেছেন। তার ঠিক পরেই আছেন অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮১টি। তৃতীয় সর্বোচ্চ ৬৮ গোল করেছেন হুলিয়ান আলভারেজ

  • গোলে মার্তিনেজ এগিয়ে থাকলেও শিরোপা জয়ে শীর্ষে আছেন হুলিয়ান আলভারেজ। তিনি গত বিশ্বকাপের পর থেকে মোট ৭টি ট্রফি জিতেছেন। এর মধ্যে ৬টি ম্যানসিটির হয়ে এবং একটি জাতীয় দলের হয়ে। পাঁচবার ট্রফি জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন নিকোলাস ওতামেন্দি

এছাড়াও, মেসি, মার্তিনেজ এবং ফ্র্যাঙ্কো আরমানি প্রত্যেকে চারটি করে শিরোপা জিতেছেন। বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা আনহেল দি মারিয়া ৪৮টি গোল করেছেন এবং পাওলো দিবালা করেছেন ৩৬টি গোল। দি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিলেও দলের মূল খেলোয়াড়রা আগামী বিশ্বকাপে প্রায় সবাই থাকবেন।