আগস্ট ৯, ২০২৫, ০৬:৩২ পিএম
ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ড একটি পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাদের পারফরম্যান্স আবারও সেই কথাই প্রমাণ করেছে। বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড এক ঐতিহাসিক জয় পেয়েছে, যা তাদের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এই জয়ে তারা সিরিজ নিজেদের করে নিয়েছে এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের দাপট আবারও প্রতিষ্ঠা করেছে।
জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে এই জয়ে কিউইরা নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে। এটি টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম ইনিংস ব্যবধানের জয়।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে মাত্র ১২৫ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রানের পাহাড় গড়ে তোলেন। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকোলস-এর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে, জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় এবং মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকেই দুর্দান্ত বোলিং করে জাকারি ফোকস পাঁচ উইকেট শিকার করেন, যা নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এছাড়া, সিরিজে ১৬ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য কিউই পেসার ম্যাট হেনরি হয়েছেন সিরিজসেরা। ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলার জন্য ডেভন কনওয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।