আগস্ট ১৯, ২০২৫, ০৯:২৪ এএম
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) বেশ সফল হয়েছিল। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। তবে এবারের আসরে দেখা যাবে না গত বছর খেলা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। ব্যস্ত সূচির কারণে তাদের বিশ্রাম দিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সিদ্ধান্ত।
নতুন আসরে আরো দুটি নতুন ভেন্যু যুক্ত হচ্ছে, সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টের পর চারদিনের এনসিএল মাঠে গড়াবে।
গত আসরে এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়া তরুণ ক্রিকেটারদের মধ্যে ছিলেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমন, সামিউন বশির রাতুলরা। তবে এবারের আসরে তাদের কেউই থাকছেন না।
খেলোয়াড়দের না থাকার কারণ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের না খেলার প্রধান কারণ হলো তাদের খেলার অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা। এই মাসেই দলটি ইংল্যান্ড সফরে যাচ্ছে, যেখানে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। এরপর ১৬ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে। দেশে ফেরার পর তারা কিছুদিনের বিশ্রামে থাকবেন। এরপরেই রয়েছে নভেম্বর মাসের এশিয়া কাপ এবং জানুয়ারিতে যুব বিশ্বকাপ।
মূলত, ক্রিকেটারদের এই ব্যস্ত সময়সূচির কথা বিবেচনা করেই এবারের টি-টোয়েন্টি আসর থেকে যুবাদের বাইরে রাখা হয়েছে। যদিও তারা চারদিনের এনসিএল ম্যাচে খেলবেন কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।