সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৯ এএম
বার্বাডোজের কিংসটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল। বার্বাডোজের হয়ে শুরু থেকেই ঝড় তোলেন ওপেনাররা। উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। বিশেষ করে ক্যারিবীয় তারকা ব্রেন্ডন কিং মাত্র ৬৫ বলে ৭ ছক্কা ও ৬ চারের সাহায্যে অপরাজিত ৯৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে বার্বাডোজ ৪ উইকেটে ১৮৭ রানের এক বিশাল সংগ্রহ দাঁড় করায়।
ব্যাট হাতে ব্রেন্ডন কিং ঝড় তুললেও, বল হাতে সাকিবের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনি ৩ ওভার বল করে ৩৩ রান খরচ করলেও কোনো উইকেট নিতে পারেননি। দলের অন্য বোলাররা কিছুটা সাফল্য পেলেও সাকিবের ব্যর্থতা দলের জন্য চাপ তৈরি করে। তবে পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হন।
জবাবে ব্যাট করতে নেমে অ্যান্টিগা দারুণ শুরু করে। ওপেনার আমির জাঙ্গু (২৩) এবং আন্দ্রেস গুস (৮৫*) দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত গুস অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তার ৫৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৪টি ছক্কায়। শেষ ওভারে যখন জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল, তখন আন্দ্রে গুস এবং দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা মিলে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন।
তবে এই ম্যাচে সাকিবের ব্যাট থেকেও কোনো উল্লেখযোগ্য অবদান আসেনি। তিনি ব্যাট করতে নেমে মাত্র ৩ রান করেই আউট হন, যা তার মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য খুবই হতাশাজনক।