সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
নদীবন্দরে সতর্কতা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০১:০১ পিএম

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

ছবি- সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (২১ জুলাই, ২০২৫) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাতটি জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই সময়ে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আজ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে।